বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর সহজ নিয়ম সাথে ৩% বোনাস BkashProbashiOffer

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠালে পাওয়া যাবে এখন ৩% বোনাস । অর্থাৎ কোন প্রবাসী বিদেশ থেকে দেশে বিকাশের মাধ‍্যমে টাকা পাঠালে ১০০০ টাকায় পাওয়া যাবে ১০৩০ টাকা । বিশ্বের মধ‍্য প্রাচ্যে দেশ সহ ৯৩ টি দেশ থেকে যেকেউ বিকাশে টাকা পাঠাতে পারবেন ৪২টি মানি এক্সচেঞ্জ হাউস থেকে । আর এই বোনাসের ২.৫% দিচ্ছে সরকার আর ০.৫% বিকাশ নিজ হতে দিচ্ছে । তবে ব্যাংক নাকি বিকাশ কোথায় টাকা পাঠালে সুবিধা বেশি সেটাও শেয়ার করবো ।

বিদেশ থেকে দ্রুততম সময়ে বিকাশে টাকা আনার নিয়ম

প্রথমত বিদেশ থেকে টাকা পাঠাতে হলে, যেসব  মানি এক্সচেঞ্জ হাউজ/MOT এজেন্টের থেকে বিকাশে টাকা পাঠানো যায় । সেখানে গিয়ে প্রাপকের বা যার কাছে টাকা পাঠাবেন তার পারসোনাল বিকাশ নাম্বার ও ফুল নাম এবং টাকা দিতে হবে ।

কোন দেশ ও কোথায় থেকে বিকাশে টাকা পাঠানো যায় তার লিস্ট

বিদেশ থেকে টাকা পাঠানোর নিয়ম সাথে ৩% বোনাস এখন বিকাশে Bkash Probashi Bonus

যারা বিকাশে টাকা পাঠালে বোনাস পাবে ৩% ?

মাসে সর্বোচ্চ ৪ বার এ বোনাস পাওয়া যাবে, মাসে ২০০০ টাকাতে ৪০০ টাকা ও ১০০০ টাকাতে ২০০ টাকা বোনাস মিলবে । তবে এখানে প্রতিবার ই গ্রাহকদের ১০,০০০ টাকা বা এর বেশি পাঠাতে হবে ।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর সুবিধা ?

আমাদের আশেপাশে হাতের কাছেই বিকাশের অনেক এজেন্ট রয়েছে, তাই নিঃসন্দেহে বলা যায় বিকাশের যেকোন এজেন্ট থেকে আপনি যেকোন সময় ক্যাশ আউট করতে পারবেন, আপনার টাকার যখনই প্রয়োজন হয়ে থাকবে । এক্ষেত্রে আপনি চাইলে বিদেশ থেকে  রেমিটেন্স নিকট আত্মীয় স্বজনের কাছে বিকাশের মাধ্যমে পাঠাতে পারেন ।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর অসুবিধা ?

১)  ব্যাংকের মাধ্যমে পাঠালে ব্যাংক থেকে আপনিও অবশ্যই একাউন্ট স্টেটমেন্ট পাবেন যা পরবর্তী সময়ে যদিও আইনে কোন ঝামেলায় পড়েন সেক্ষেত্রে একাউন্ট স্টেটমেন্ট দেখাতে পারবেন । মোট কথা হুন্ডি আনা নেওয়ার মত আইনি ঝামেলা থেকে রক্ষা পাবেন ।   কিন্তু বিকাশে সরাসরি আপনি কোন একাউন্ট স্টেটমেন্ট পাবেন না ।

২)  আমাদের আশেপাশে বিকাশের দোকান খুবই সহজলভ্য, তবে বিকাশে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ প্রায় ১৮ থেকে ১৯ টাকার মধ্যে । যেটা ব্যাংকের থেকে প্রায় যেতেই পারে চার থেকে ছয় গুণ বেশি টাকা ক‍্যাশ আউটে ।

এই অফারটি চলবে ৩১ শে জানুয়ারি পর্যন্ত ।

error: Content is protected !!