পাসপোর্ট সংশোধন উপায় ২০২২ । পাসপোর্ট সংশোধন নিজের নাম ও পিতা মাতার নাম

পাসপোর্ট অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট মতে পাসপোর্ট এর কোন তথ‍্য বর্তমান পরিস্থিতিতে সংশোধন করা যাবে না । কিন্তু আপনাদের সামনে আমরা প্রমান দিয়ে দিচ্ছি এই যে পাসপোর্টের তথ্য আমরা পরিবর্তন করেছি আসলে কিভাবে পাসপোর্ট তথ্য পরিবর্তন করা সম্ভব সেগুলো শেয়ার করবো আপনার সঙ্গে ।

 

Passport Songsodhon Upay পাসপোর্ট সংশোধন উপায়

পাসপোর্ট এর কোন তথ্য পরিবর্তন করতে গেলে দালাল বা দরবেশদের সহায়তা নেওয়া যাবে না । এখানে নিজে কষ্ট সহ্য করে পাসপোর্টের তথ্য পরিবর্তনের জন্য পর্যায়ক্রমে স্টেপ অনুসরণ করতে হবে । 

প্রত্যেকটি পাসপোর্ট অফিসের এসিস্ট্যান্ট ডাইরেক্টর  থাকে, প্রথমত আপনার সব ডকুমেন্টস নিয়ে এডির সাথে দেখা করতে হবে ।  এডি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একজন ব্যস্ত মানুষ, তিনি সবসময় অফিসিয়াল কাজে ব‍্যস্ত থাকেন । এক্ষেত্রে তার রুমের সামনে গিয়ে লাইনে দাড়ানোর মত মাসিকতা থাকতে হবে ।  পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যদি ফর্ম জমা না নেয় এজন্য অবশ্যই এডি কে অনুরোধ করতে হবে এবং প্রয়োজনে যে সকল ডকুমেন্ট দরকার হবে তাও বলে দিচ্ছি ।  

 

 

পাসপোর্টে নিজের নাম সংশোধন এর জন‍্য দরকারি পেপারস

১) এনআইডি বা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
২) কোর্ট এফিডেভিট পাসপোর্ট অফিস চাইলে দিতে হবে না চাইলে দিতে হবে না ।
৩)  এসএসসি এবং জন্ম সনদ । ( এখানে এসএসসি এবং জন্ম সনদের অনলাইন ভেরিভাইড কপি থাকা প্রয়োজন অনলাইনে) 
৪)  আগের পাসপোর্ট এর মেইন কপি ।
৫)  পাসপোর্ট সংশোধনের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা দিতে হয়, সেক্ষেত্রে রিসিপ্ট দিয়ে থাকে এই রিসিভের প্রয়োজন ।
৬)  ডিপ ২ ফর্ম
৭)  ফর্ম ছাড়া বাকি সব পেপার সত্যায়িত করতে হবে  প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা । (  জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন সনদ,  এসএসসি সার্টিফিকেটর ফটোকপি সত্যায়ন)

আপনি পাসপোর্ট তথ্য কি জন্য পরিবর্তন করতে চান ? আপনার অসুবিধা কি এই সম্পর্কে আঞ্চলিক পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কে বোঝাতে হবে ও তাকে অনুরোধে করতে হবে ।  আপনি যদি তাকে বোঝাতে সাব্যস্ত হয়ে থাকেন, তবে শুধুমাত্র সেক্ষেত্রে আপনার পাসপোর্ট এর যে কোন ইনফরমেশন পরিবর্তনযোগ্য এবং এ ক্ষেত্রে উপরের বলা সকল প্রয়োজনীয় ডকুমেন্ট থাকতে হবে মানে সব কিছুতেই ঠিক ঠাক থাকতে হবে ।

 

 

পাসপোর্টে পিতা মাতার নাম সংশোধন

যদি কেউ পাসপোর্টে তার পিতা মাতার নাম সংশোধন করতে চায়, তাহলে উপরে উল্লেখিত সকল ডকুমেন্ট লাগবে এবং এর সঙ্গে পিতা এবং মাতার এনআইডি কার্ডের ফটোকপি এবং এর সঙ্গে সত্যায়িত কপির প্রয়োজন ।

2 thoughts on “পাসপোর্ট সংশোধন উপায় ২০২২ । পাসপোর্ট সংশোধন নিজের নাম ও পিতা মাতার নাম”

Comments are closed.

error: Content is protected !!