Ibbl Dual Currency Platinum Card ইসলামী ব্যাংক প্লাটিনাম ডেবিট কার্ড চার্জওসুবিধা অসুবিধা

বর্তমান সময়ে ফেসবুক ইউটিউব বা স‍্যোসাল মিডিয়ায় ভিডিও কিংবা প্রোডাক্ট বুস্টিং বা প্রোমোট,  অ্যামাজন আলি এক্সপ্রেস এর মত ইন্টারন‍্যাশনাল ই-কমার্স সাইট থেকে শপিং,  ইন্টারন্যাশনাল সাইট থেকে ডোমেইন হোস্টিং ক্রয়,  গুগল প্লে স্টোর থেকে অ্যাপ সেট সার্ভিস ক্রয় অথবা  গুগল প্লে স্টোরের কনসল আইডি ক্রয় এই রকম আরো অনেক কাজ রয়েছে যেগুলোর জন্য ডুয়াল কারেন্সি কার্ড এর প্রয়োজন ।  এখন থেকে চাইলে দেশ-বিদেশের যেকোন কাজকে আপনি ইসলামী ব্যাংকের প্লাটিনাম ডেবিট কার্ডের মাধ্যমে চালিয়ে নিতে পারবেন ।   এই কার্ডটি নিতে অবশ্যই ইসলামী ব্যাংকের সেভিং কিংবা কারেন্ট একাউন্ট যেকোনো একটি থাকতে হবে  এবং ডুয়েল কারেন্সি হিসেবে ব্যবহারের জন্য উপযুক্ত পাসপোর্ট এর প্রয়োজন ।

ডলার এন্ডজমেন্ট ৫০০ ডলারের নিচে করলে খরচ ২৩০ টাকা ও আর ৫০০ ডলারের উপরে  ৪৪০ টাকা।

ডলার ইউজ করতে চাইলে প্রতি সপ্তাহ/১০ দিন পরপর তাদের হেল্প লাইনে কল দিয়ে ৭ দিন অথবা ১০ দিনের জন্য সার্ভিস চালু করে নিতে পারবেন। ৭/১০ দিন পরপর ট্রানজিশন করতে চাইলে প্রতিবারই হেল্প লাইনে কল দিতে হবে।

Ibbl Platinum Debit Card Transaction Limit 

প্রত্যেক ক্যালেন্ডার ইয়ারে এটিতে সর্বোচ্চ ১২ হাজার ইউএস ডলার এনডোর্সমেন্ট করা যায় ।  আন্তর্জাতিক কোন সাইট থেকে কোন কিছু ক্রয় করতে চাইলে প্রতিবার ৩০০ ডলার পর্যন্ত ট্রানজেকশন করা যাবে । 
এটিএম বুথ থেকে দৈনিক সর্বোচ্চ ২ লক্ষ টাকা এবং ই-কমার্স সাইট দৈনিক ৩ লাখ টাকা পন‍্য ক্রয় করা যায় । 

প্রথম বছর কাটবে ৫৭৫ টাকা। ইস্যু করার পর। এরপর বছরে ৬৯০ টাকা করে। কিন্তু

Ibbl Platinum Debit Card Charge :

কার্ড নেওয়ার জন্য ইস্যু ফি ৫০০ টাকা । কার্ডটি ব্যবহার করতে না চাইলে সে ক্ষেত্রে ২০০ টাকা দিয়ে বন্ধ করতে হবে । অ্যানুয়াল ফি বা  কার্ডটি হারিয়ে গেলে আবার নতুন করে ইস্যু করার জন্য সে ক্ষেত্রে ৬০০ টাকা চার্জ কার্যকর হয়ে থাকবে ।  কার্ডের পিন ভুলে গেলে ইসলামী ব্যাংকের হেল্পলাইন ফোন দিয়ে পিন রিসিটের জন্য আবেদন করে এটিএম বুথে কার্ড ঢুকালে ৫০ টাকা চার্জ প্রযোজ্য হবে ।  বিদেশে এটিএম ব্যবহারে ২% ও পস ব‍্যবহারে ১% এবং  এর সাথে ভ্যাট যুক্ত হবে ।   ইসলামী ব্যাংকের বুথ ছাড়া অন্য ব্যাংকের বুথ থেকে দৈনিক ২০ হাজার টাকা উত্তোলন করা যাবে এর জন‍্য প্রতিবার ১৫ টাকা চার্জ প্রযোজ‍্য (এটি হতে পারে ৫০০ টাকা/১০০০ টাকা/১০,০০০ টাকা বা যেকোন এমাউন্ট)

 

 

Platinum Debit Card এর অসুবিধা :

প্রত্যেকটা জিনিসের ভাল এবং মন্দ দিকটা রয়েছে একটা নিয়ে সুন্দরভাবে সকলেই জানে ।   ইন্টারন্যাশনাল কোন সাইট যেমন Neteller, payonner, skill, paypal ইত্যাদি বা অন‍্য কার্ড থেকে ডলার ট্রান্সফার করা যাবে না ।  শুধুমাত্র ব্যাংকের যে শাখা হতে কার্ডটি নেয়া হয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে, তবে ডলার এন্ডোর্সমেন্ট সময় একাউন্টে সমপরিমাণ টাকা থাকতে হবে এমন নয় । কার্ডে কত ডলার অবশিষ্ট রয়েছে তা জানার জন্য শুধুমাত্র ইসলামী ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়ে জানতে হবে তা ছাড়া কোন উপায় নেই । যদি দেশের বাইরে গিয়ে কার্ডের কোন সমস্যায় পড়েন সেক্ষেত্রে একাউন্টের বিপরীতে থাকা নাম্বার দিয়েই ইসলামী ব্যাংকের হেল্প লাইনে ফোন দিতে হবে, অন‍্য কোন নাম্বার থেকে ফোন দিলে সমাধান পাবেন না, এজন‍্য  একাউন্টের বিপরীতে থাকা নাম্বারে রোমিং অপশন চালু থাকতে হবে ।

error: Content is protected !!