ইসলামী ব্যাংক সুদমুক্ত ডিপিএসে লাখপতি। মোহর ডিপিএস বিবাহ ডিপিএস স্পেশাল সেভিং ডিপিএস Islami Bank DPS Rate

Islami Bank Bangladesh DPS  Interest Rate/Profit Rate

মুদারাবা স্পেশাল সেভিং পেনশন একাউন্ট (মাসিক ডিপোজিট)

মাসিক কিস্তি : ১০০ টাকা (আরডিএস) ও এর গুনিতক ১০০০ টাকা পর্যন্ত আথবা ১০০০ টাকা ও এর গুনিতক ৫০,০০০ টাকা পর্যন্ত ।
সময়কাল : ৩ বছর, ৫ বছর ও ১০ বছর ।
যে কেউ খুলতে পারবেন অ্যাকাউন্টটি ।
প্রোফিট রেট বা মুনাফার হার  : ১০ বছরের জন্য প্রায় ৬.৭%, ৫ বছরের জন্য প্রায় ৬.২%, ৩ বছরের জন্য প্রায় ৫.৭% ।

মুদারাবা বিবাহ সেভিং একাউন্ট (মাসিক ডিপোজিট)

মাসিক কিস্তি : ৫০০ টাকা, ১০০০ টাকা ও এর গুনিতক সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত ।
সময়কাল : ৫ বছর ও ১০ বছর
যে কেউ খুলতে পারবেন অ্যাকাউন্টটি 
প্রোফিট রেট বা মুনাফার হার  : ৫ বছরের জন্য প্রায় ৫.৪%, ৩ বছরের জন্য প্রায় ৫.২% ।

মুদারাবা মোহর সেভিং একাউন্ট (মাসিক ডিপোজিট)

মাসিক কিস্তি : ৫০০ টাকা, ১০০০ টাকা ও এর গুনিতক সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত ।
সময়কাল : ৫ বছর ও ১০ বছর
যে কেউ খুলতে পারবেন অ্যাকাউন্টটি ।
প্রোফিট রেট বা মুনাফার হার  : ৫ বছরের জন্য প্রায় ৫.৪%, ১০ বছরের জন্য প্রায় ৬.২% গভমেন্ট ।

সুদ মুক্ত হোম লোন ইসলামী ব্যাংক 

মেয়াদপূর্তির আগে ভাঙালে মুলাফা 

* ১ বছরের মধ‍্যে ভাঙ্গালে শুধু আসল টাকা পাবেন গ্রাহক। 
* ১ বছরের বেশী কিন্তু ৫ বছরের কম সময়ের মাঝে ভাঙ্গালে শুধু সঞ্চয়ী হিসাবের হারে মুনাফা পাবেন গ্রাহক। 
* ৫ বছরের বেশী কিন্তু মেয়াদ পূর্ন হয়নি সেক্ষেত্রে ৫ বছর মেয়াদী হিসাবের হার ও অতিরিক্ত মেয়াদের জন্য সঞ্চয়ী হিসাবের হারে মুনাফা পাবেন গ্রাহক।  

সময় মতো কিস্তি না দিতে পারলে 

* ১ ম বছরে ১টি কিস্তি খেলাপী হলে ও একই বছর আবারো কিস্তি খেলাপীর পূনরাবৃত্তি হলে একাউন্ট  স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ।
* ১ বছর পরে, এর পরবর্তী বছরে পর পর ৩ কিস্তি খেলাপী হলে একাউন্ট  স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ।

একাউন্ট পুনরায় চালু 

* কিস্তি সময়মত না দেওয়ার ফলে ১ম বছরের মধ‍্যে কারন দর্শানাে সাপেক্ষে ২ কিস্তি একসাথে গ্রহন করে একাউন্ট পূন: বৈধ বা সচল করা যেতে পারে। 
* কিস্তি সময়মত না দেওয়ার ফলে ১ বছর পর কারন দর্শানাে সাপেক্ষে ৪ কিস্তি একসাথে গ্রহন করে পূন: বৈধ বা সচল করা যেতে পারে। 
* ৫ বছর মেয়াদী হিসাবের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বার এবং ১০ বছর মেয়াদী হিসাবের  ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বার পূন: বৈধ বা সচল করা যেতে পারে। 

ফ্রী ডুয়েল কারেন্সি ভিসা কার্ড ইসলামী ব্যাংক

সুবিধা 

১) এর বিপরীতে ৮০% কর্জ গ্রহন করা যায়।  বিভিন্ন ব্যাংকসমূহ ঋণ প্রদান করে, কিন্তু ইসলামী ব্যাংক ইসলামী শরীয়তের ভিত্তিতে চলে বিধায় ইসলাম কখনো ঋণ দেওয়া সমর্থন করেনা । ঠিক তেমনিভাবেই ইসলামী ব্যাংক ঋণের পরিবর্তে বিনিয়োগ করে থাকে ।
২) ডিপিএস একাউন্টের মেয়াদ পূর্ণ হলে টাকা উত্তোলন না করলে সেভিংস একাউন্ট রেটে মুনাফা পাওয়া যায়।
৩) ইসলামী ব্যাংকের এক শাখা হতে অন্য শাখায় ডিপিএস একাউন্ট স্থানান্তর করা যায়।
৪) ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় গ্রাহকের যদি একাউন্ট থাকে তাহলে তা হতে অটোম্যাটিক কিস্তির টাকা ডিপিএস একাউন্টে স্থানান্তরের সুবিধা।

এই হিসাব খোলার নিয়মাবলী

ক. ১৮ বছর বা এর বেশি প্রাপ্তবয়স্ক নাগরিক একাউন্ট খুলতে পারবেন
খ. গ্রাহকের এবং নমিনির জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি প্রয়োজন ।
গ. গ্রাহক ও নমিনির সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন
ঘ. চাইলে নাবালকের পিতা মাতা বা কোর্ট থেকে অভিভাবকত্ব গ্রহন করে নাবালকের পক্ষে হতে নাবালক ডিপিএস হিসাব খুলতে পারেন।

সরকারি সোর্স ট্যাক্স 

ডিপিএস কিংবা বিভিন্ন একাউন্ট করার ক্ষেত্রে যদি টিন সার্টিফিকেট দেয়া হয় সে ক্ষেত্রে শুধুমাত্র মুনাফার টাকার উপর সরকারি ১০% সোর্স ট্যাক্স কর্তন যোগ্য, মূল টাকার উপর কোন সোর্স ট্যাক্স কাটা হবে না । টিন সার্টিফিকেট প্রদান না করলে সে ক্ষেত্রে মুনাফার টাকার উপর ১৫% সোর্স ট্যাক্স কর্তন যোগ্য, মূল টাকার উপর কোন সোর্স ট্যাক্স কাটা হবে না ।

 ইসলামী ব্যাংকের মুনাফার রেট ফিক্সড না পরিবর্তনশীল 
 ইসলামী ব্যাংক ইসলামী শরীয়তের ভিত্তিতে চলা বিধায়ী ইসলামী সংবিধানে মুনাফার রেটের সামনে প্রায় বলা হয়েছে ।   একাউন্ট ভেদে যে মুনাফার রেট বলা হয়েছে,  সেই মুনাফার রেট এর মধ্যেই একটি মুনাফা পেয়ে থাকবেন গ্রাহক,  তবে মুনাফার পরিমাণ কখনোই ফিক্সএড ।  ব্যাংক বেশি লাভ করলে সামান্য কিছু বেশি মুনাফা পাবে গ্রাহক ।ব্যাংক যদি কম লাভ করে সে ক্ষেত্রে  আনুপাতিক হারে সামান্য কিছু কম পরিমাণ  মুনাফা পাবেন গ্রাহক (তবে একাউন্ট ভেদে যে মুনাফার রেট বলা হয়েছে,  সেই মুনাফার রেট এর মধ্যেই থাকবে) ।

ইসলামী ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট এর বিপরীতে চার্জ
এছাড়াও একাউন্ট এর বিপরীতে একাউন্ট মেইনটেনেন্স চার্জ ও আবগারি শুল্ক এবং এসএমএস চার্জ কর্তন যোগ্য ।  এসএমএস অ্যালার্ট চার বছরে ১২০ টাকার মধ্যে প্রায় কেটে থাকে ।  আবগারি শুল্ক ও মেইনটেনেন্স চার্জ একাউন্টে থাকা টাকার উপর ডিপেন্ড করে কাটা করা হয় । আবগারি শুল্ক ও মেইনটেনেন্স চার্জ কিরকম হবে এ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন ।

বিস্তারিত জানতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যেকোনাে শাখায় যােগাযোগ করুন
নাম্বার : ০২-৮৩৩১০৯০ অথবা ১৬২৫৯
ওয়েবসাইট : www.islamibankbd.com

Related Questions :
ইসলামী ব্যাংক ডিপিএস লাভ, কোন ব্যাংকে ডিপিএস লাভ বেশি, ইসলামী ব্যাংক ডিপিএস মুনাফা, dps rate, ইসলামী ব্যাংক ডিপিএস সুদ, islami bank dps interest rate, student account interest rate, ব্যাংক ডিপিএস, ব্যাংক ডিপিএস খোলার নিয়ম, dbbl , পোষ্ট অফিস ডিপিএস, ইসলামী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম, dps kholar niyom, bank, ibbl

 
 
  

2 thoughts on “ইসলামী ব্যাংক সুদমুক্ত ডিপিএসে লাখপতি। মোহর ডিপিএস বিবাহ ডিপিএস স্পেশাল সেভিং ডিপিএস Islami Bank DPS Rate”

Comments are closed.

error: Content is protected !!