পাসপোর্ট সংশোধন উপায়। পাসপোর্টে নাম বয়স ঠিকানা সংশোধন পদ্ধতি

 পাসপোর্ট অনেকটা জরুরি একটা বিষয়, আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় দালাল ধরে পাসপোর্ট করে থাকি । আর দালাল ধরে পাসপোর্ট করার ফলে আমাদের পাসপোর্টে আমাদের নাম, বয়স, ঠিকানা পিতা, মাতার নাম যেকোনো একটা স্পেলিং না হলে বানান অবশ্যই ভুল যায় । এটি আমরা অনেকে এখন পর্যন্ত ভুক্তভোগী হয়েছি ।

 

পাসপোর্ট এ যে ভুল হয় :

পাসপোর্টে নিজের নামের বানান ভুল হলে, পিতা, মাতার নামের বানান ভুল হলে, Mohammad বা Md নামের পূর্বে  যেকোন একটা লাগানো ভুল হলে, বয়স ভুল হলে কিংবা ঠিকানা ভুল হলে প্রত্যেকটা ক্ষেত্রেই পাসপোর্ট সংশোধন করা যায় কি যায় না আপনাদের অধিকাংশ মানুষই আমাকে কোশ্চেন করে থাকেন । এই নিয়ে আমার ইউটিউব চ‍্যানেলে অনেক প্রশ্ন পাই ।পেশা পরিবর্তন ও বৈবাহিক অবস্থান পরিবর্তনো করা যায় ।

 

তবে এই সব কিছুর ভুল যদি সংশোধন করতে চান, তবে অবশ্যই বৈধ ডকুমেন্ট থাকতে হবে । নিজের সার্টিফিকেট , জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র মোতাবেক সংশোধন করা যাবে, তবে এর বাইরে নয় । অনেক বলবেন বৈধ ডকুমেন্ট কি কি ? ওকে উত্তর দিচ্ছি সবুর করুন একটু ।

 

 

নাম , বয়স, পিতার নাম ও মাতার নাম পরিবর্তন এবং ঠিকানা পরিবর্তন ?

প্রথমত : আপনি যদি একজন শিক্ষিত বা এডুকেটেড পারসন হয়ে থাকেন, তবে অবশ্যই নিজের যত গুলো সার্টিফিকেট রয়েছে তার সত‍্যায়িত ফটোকপি, নিজের জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্রের সত‍্যায়িত ফটোকপি, আপনার পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের সত‍্যায়িত ফটোকপি প্রয়োজন । তার সাথে এ সকল বৈধ ডকুমেন্ট মানে আপনার নিজের সকল সার্টিফিকেটের আসল কপি, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্রের আসল কপি ও আপনার পিতা ও মাতার জাতীয় পরিচয়ের আসল কপি নিজে সঙ্গে নিয়ে যেতে হবে পাসপোর্ট অফিসে । তবেই ওপরের সকল সমাধান করা যাবে , না হলে নয় ।

 

দ্বিতীয়ত : আপনি নিজে এডুকেটেড পারসন না হলে, আপনার নিজের জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্রের সত‍্যায়িত ফটোকপি, সার সাথে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্রের আসল কপি সঙ্গে নিয়ে পাসপোর্ট অফিসে যেতে হবে ।

 

ঠিকানা পরিবর্তন করার জন‍্য অবশ্যই নতুন করে আবারো পুলিশ ভেরিফিকেশন বা নতুন করে পুলিশ প্রতিবেদন লাগবে ।

 

আর পাসপোর্ট এ যেকোন ধরনের সংশোধনের জন‍্য আগে ফরম পূরণ করতে হয়, এর পরবর্তী নির্দিষ্ট ফি দিয়ে উপরোক্ত সকল পেপারস নিয়ে পাসপোর্ট অফিসে গেলে ঠিক করা যায় ।

 

পেশা পরিবর্তনের জন‍্য , ব‍্যবসার ক্ষেত্রে আপডেট ট্রেড লাইসেন্স দরকার  ও বৈবাহিক অবস্থা পরিবর্তনের জন‍্য নিকাহ নামা ।

error: Content is protected !!