১০০ টাকায় ২ লক্ষ টাকা পাবে সেরা সরকারি জীবন বীমা বঙ্গবন্ধু সুরক্ষা বীমা Sorkari Jibon Bima Bangladesh

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সাধারণ বীমা করপোরেশন চালু করলো বঙ্গবন্ধু সুরক্ষা বীমা ।

পরিবারের উপার্জনশীল ব্যক্তি যখনই কোনো দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন, স্থায়ী বা অস্থায়ী ভাবে কর্মক্ষমতা হারাচ্ছেন তখনই সেই পরিবারের উপর নেমে আসছে অর্থনৈতিক বিপর্যয় এবং পরিবারটি হয়ে পড়ছে সহায়-সম্বলহীন । তাদেরকে উদ্দেশ্য করে এই বঙ্গবন্ধু সুরক্ষা বীমা পলিসি নিয়ে আসা হয়েছে ।

 

বঙ্গবন্ধু সুরক্ষা বীমা পলিসি গ্রহণের জন্য বীমা গ্রহিতার বয়স হতে হবে ১৬-৭৫ এর মাঝে হতে হবে । তবে পােশাক শিল্পের শ্রমিকদের ক্ষেত্রে বয়স ১৪ বছর হতে হবে ।

সর্বমােট প্রিমিয়াম টাকা ১১৫.০০ (যেখানে প্রিমিয়াম টাকা ১০০.০০ + ভ্যাট টাকা ১৫.০০) । অর্থাৎ প্রতি বছর এ ১১৫ টাকা প্রিমিয়াম দিয়ে এ বিমা রিনিউ করতে হবে ।

প্রতিটি পলিসিতে ষ্ট্যাম্প সংযুক্ত করতে হবে ১০ (দশ) টাকা মূল্যমানের । বীমা ষ্ট্যাম্প অনাদায়যােগ্য।

 

এক বছর মেয়াদী বঙ্গবন্ধু সুরক্ষা বীমা পলিসি গ্রহণ করলে, যদি দুর্ঘটনায় বীমাগ্রহিতার মৃত্যু বা অঙ্গহানী ঘটে অথবা অকর্মণ্য হয়ে পড়েন, সেক্ষেত্রে তাঁর মনােনীত নমিনী বা বীমাগ্রহিতা নির্দিষ্ট অংকের যে আর্থিক সহায়তা পাবেন তা নিম্নরূপ

১) বীমা-মেয়াদে দুর্ঘটনার ফলে দুর্ঘটনা ঘটার তারিখ থেকে ৬ মাসের মধ্যে আহত বীমাগ্রহিতার মৃত্যু ঘটলে তাঁর নমিনি পাবেন ২ লক্ষ টাকা।
২) বীমা-মেয়াদে দুর্ঘটনার ফলে দুর্ঘটনা ঘটার তারিখ থেকে ৬ মাসের মধ্যে বীমাগ্রহিতার দুই চোখ/ দুই হাত/ দুই পা অথবা এক চোখ এবং এক পা অথবা এক হাত এবং এক পা ক্ষতিগ্রস্থ হলে তিনি পাবেন ২ লক্ষ টাকা ৷
৩) বীমা-মেয়াদে দুর্ঘটনার ফলে দুর্ঘটনা ঘটার তারিখ থেকে ৬ মাসের মধ্যে বীমাগ্রহিতার যে কোন একটি চোখ অথবা এক হাত বা এক পা ক্ষতিগ্রস্থ হলে তিনি পাবেন ১ লক্ষ টাকা।
৪) বীমা-মেয়াদে দুর্ঘটনার ফলে দুর্ঘটনা ঘটার তারিখ থেকে ১২ মাসের মধ্যে বীমাগ্রহিতা সম্পূর্ণরূপে স্থায়ীভাবে কর্মক্ষমতা হারালে তিনি পাবেন ২ লক্ষ টাকা।
৫) বীমা-মেয়াদে ব‍্যক্তির স্বাভাবিক মৃত্যু হলে প্রিমিয়াম অফেরতযোগ‍্য ।

 

উক্ত পলিসি থেকে টাকা পেতে যা লাগবে:
১। বীমা পলিসি ইস্যুর সময় নিজের ও নমিনির জাতীয় পরিচয়পত্রের কপি।
২। বীমা দাবীর সময় দুর্ঘটনাজতির শারীরিক ক্ষয়-ক্ষতির মাত্রা প্রমাণের জন রেজিস্টার্ড চিকিত্সকের সনদপত্র।

 

তাই আর দেরি না করে ভিজিট করুন সাধারণ বীমা করপোরেশন এর অফিসে চাইলে ফোন ও করতে পারেন ।
প্রধান কার্যালয় ০২-৯৫৬১২৪৯
ঢাকা জোন ০২-৯৫৫১৩৯৮
নারায়ণগঞ্জ জোন ৭৩২৫৬৫
চট্টগ্রাম জোন ০৩১-৭১৪৫০২
খুলনা জোন ০৪১-৭৩০৩৮১
রাজশাহী জোন ৪০৭২১-৭৭৫৯৭৩
কুমিল্লা জোন ০৮১-৭৬০০২
ময়মনসিংহ জোন ০৯১-৬৬৭৬৮
সিলেট জোন ৪০৮২১-৭১৯৬৪৩

error: Content is protected !!